Dhaka.
উদ্যোক্তা কথন – নুসরাত লোপা
আজ উদ্যোক্তা কথন এ কথা বলবো HUR nusrat ফেসবুক পেজের কর্ণধার নুসরাত লোপা এর সঙ্গে । তিনি একজন নারী উদ্যোক্তা। নিজের প্রচেষ্টায় ছোট একটি দেশিও কাপড় এর ব্যবসায় যা ফেসবুক পেজের মাধ্যমে পরিচালিত হতো, সেই ছোট ব্যবসায়কে আজ একটি ব্রান্ড এ রুপান্তরিত করেছেন । চলুন শুনে আসি তার পথচলার কথা।
১. কেমন আছেন ?
আলহামদুলিল্লাহ্ ভাইয়া, ভালো আছি ।
২. আমি আপনার ফেসবুক পেজ দেখেছি, HUR nusrat। সুন্দর করে সাজিয়েছেন, নতুন ডিজাইন নিয়ে কাজ করছেন এবং মনে হলো আপনার ক্রেতাদের সাথেও আপনার অনেক সু-সম্পর্ক। তো আমার প্রথম প্রশ্ন হলো, আপনি কেন দেশিও কাপড় নিয়ে কাজ করছেন ?
আমার খুব ইচ্ছে ছিল যে দেশ নিয়ে কিছু করার, আমার সাধ্যের মধ্যে ছিলো যে দেশিও কাপড় নিয়ে কিছু করার। তখন আমার কাছে মনে হলো সাধ্যের মধ্যে যা সম্ভব তা নিয়েই এগিয়ে যাওয়া উচিত। আমার মনে হয়, দেশিও কাপড় নিয়ে কাজ করা মানে দেশের জন্য কিছু করার মতই। এছাড়া দেশিও কাপড় এর প্রতি আমার ভালবাসা কাজ করে, মুনাফা এর কথা না ভেবে ভালবাসার জন্য কাজ করতে আমি বেশি পছন্দ করি, মূলত এই কারণেই দেশিও কাপড় নিয়ে কাজ করা।
৩. আপনি যেই সময়টায় শুরু করেছেন তখন ফেসবুক এর মাধ্যমে ইন্ডিয়ান ড্রেস এর বিক্রয় অনেক হচ্ছিলো এবং যারা করছিলো তারা অনেক মুনাফা অর্জন করতে পারছিলো, আপনার মনে হয়নি ট্রেন্ড এর বাইরে কাজ করতে গেলে ব্যবসায় এ ক্ষতি হতে পারে ?
আসলে, আমি যখন শুরু করি আমার মাথায় লাভ-ক্ষতি এর কথা কখনো আসেনি এবং আজও আসে না, আমার প্রথম কথা ছিল দেশিও কাপড় নিয়ে কাজ করবো, দেশিও কাপড়কে বিভিন্ন ভাবে সবার সামনে তুলে ধরবো। সত্যি যে, আমাদের মেয়েদের কাপড় এর সেক্টরটি ইন্ডিয়ান এবং পাকিস্তানি কাপড় দখল করে ফেলেছিল, তখন আমার শুধু মনে হয়ে কষ্ট লাগতো যে, আমাদের অর্থ গুলো দেশের বাইরে চলে যাচ্ছে, যেখানে আমাদের দেশের টাকা দেশের অনেক খেটে খাওয়া মানুষরাই পাচ্ছে না এবং কেনো পাবে না তারা। যেখানে আমরা দেশের মানুষরাই অনেক ভালো কাজ করতে পারছি, নতুন অনেক ডিজাইন আনতে পারছি, তাহলে কেনো আমরা দেশের বাইরের কাপড় এর জন্য টাকা খরচ করবো ? সে অবস্থায় আমি অনেকটা যুদ্ধ করার মত চিন্তা ভাবনা নিয়েই শুরু করি, ক্ষতিতো হতেই পারে, কিন্তু ভালো কিছুর জন্য ক্ষতি মাথা পেতে নিতে রাজি ছিলাম, যে করেই হোক ইন্ডিয়ান এবং পাকিস্তানি কাপড় এর মাঝে ক্রেতাদের কাছে দেশিও কাপড় তুলে ধরতে হবে এবং আমার বিশ্বাস ছিলো যে ক্রেতারা সাড়া দিবে।
৪. একজন নারী উদ্যোক্তা হিসেবে পরিবেশ এর সাথে নিজেকে কতটুকু সেট করতে পেরেছেন ?
নারী হিসেবে ব্যবসায় পরিবেশ এর সাথে সেট হওয়া সহজ নয়। অনেক ক্ষেত্রে নারী উদ্যোক্তারা সহজেই গ্রহণযোগ্যতা পায়না । তারপরও সব কিছু নিজের উপর নির্ভর করে, নিজের উপর নিজের আস্থা থাকতে হয়, কিন্তু এখনো তেমন ভাবে খাপ খাইয়ে উঠতে পারিনি, আমার মনে হয় আরো অনেক কিছু শেখার বাকি আছে, অনেক বিষয় নিয়ে কাজ করা এখনো বাকি।
৫. আগে তো ছিল শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসায়, এখন পান্থপথ সময়িতা হাসপাতাল এর বিপরিতে একটি সুন্দর শো-রুম নিয়েছেন, প্রশ্ন হচ্ছে পেজের মাধ্যমে তো ব্যবসায় আপনার জন্য হয়ত আরো সহজ ছিলো,সে ক্ষেত্রে শো-রুম নেয়ার কারণ কি ?
আমার অনেক ক্রেতা আছেন যারা অনেকেই কাপড় দেখে কিনতে চান, পেজের মাধ্যমে এই সার্ভিস দেয়া সম্ভব ছিলো না। এবং আমার ক্রেতারা আমাকে অনেক বলতো এই বিষয় নিয়ে কিছু করার জন্য। আবার বিশ্বাসযোগ্যতা এর একটা বিষয় ছিলো। সব কিছু মিলিয়ে ক্রেতাদের কথা ভেবেই আসলে শো-রুম দেয়া এবং বর্তমানে আলহামদুলিল্লাহ্ ভালো সাড়া পাচ্ছি। এছাড়াও সবার কিছু না কিছু স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন ছিলো একটি শো-রুম দেয়ার, এখন দিন দিন স্বপ্নের উন্নয়ন হচ্ছে, আল্লাহ্ রহম করলে বিভাগ ভিত্তিক শো-রুমও হবে ইনশাআল্লাহ্।
৬. শো-রুম এর কারণে কি আপনার ফেসবুক পেজ থেকে অর্ডার পাওয়া কমে গিয়েছে ?
না, যাদের সম্ভব হয় শো-রুম এ আসার তারা চলে আসেন, আর যাদের সম্ভব হয় না তারা ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার দেয়। আমার ঢাকা শহর এর বাইরেও ক্রেতা আছে, তারা ফেসবুক পেজ এর মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করেন।
Training is an Investment
In the Future of your Business
Learn Digital Marketing from Moshiur Monty – https://goo.gl/UG3F3h
৭. শুনেছি, মহিলাদের কাপড়, এই ক্ষেত্রে নাকি বাইরে থেকেও ভালো অর্ডার আসে, দেশের বাইরে থাকা দেশিওদের চাহিদা নাকি অনেক, আপনি কি মনে করেন ?
যতই সাহস করে কাজ করি তবুও মনে ভয় ছিলো, আসলে কি আমি পারবো দেশিও কাপড় নিয়ে কাজ করতে। আমি অবাক হয়েছি যে, আমাদের দেশের মানুষের সাথে সাথে যারা দেশের বাইরে থাকেন তাদের যে কতটুকু আগ্রহ দেশিও কাপড় এর প্রতি, অনেক ভালোবেসে তারা দেশের কাপড় কেনেন। তাদের এই ভালোবাসা আমাকে অনেক অনুপ্রাণিত করে। দেশের বাইরে থেকে প্রচুর অর্ডার আসে। আমার কাছে অর্ডার মনে হয় না, আমার কাছে মনে হয় ভালোবাসা।
৮. ফেসবুক পেজ এর ব্যস্ততা, শো-রুম এ ব্যস্ত সময় । পরিবারকে কেমন সময় দিতে পারেন এবং তাদের থেকে কেমন সাহায্য পান ?
আমার শুরু থেকে এই পর্যন্ত সকল বিষয়গুলো আমার নিজের উদ্যোগেই হয়েছে, কি করবো, কি করছি, ডিজাইন কি হবে, ব্যবসায় এর পরিকল্পনা, মার্কেটিং কিভাবে করলে ভালো হয়, ক্রেতাদের সাথে কথা বলা সকল কর্মকান্ড আমার উপর। পরিবার থেকে যথেষ্ট সহযোগিতা করে। এখন সত্যি অনেক ব্যস্ত সময় যায়, আমার পরিবার তা বুঝে নেয় এবং আমাকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করে।
৯. যারা নতুন নারী উদ্যোক্তা তাদের জন্য কোন তথ্য দিতে চান ?
অবশ্যই! বর্তমানে আমার মনে হয় নতুন নারী উদ্যোক্তারা মুনাফাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছেন, কিন্তু আমি বলবো এখন কি অবস্থানে আছেন এবং ১০ বছর পরে কোন অবস্থান এ যেতে চাচ্ছেন তা চিন্তা করে পরিকল্পনা করে কাজ করুন। স্বল্প মেয়াদী পরিকল্পনা বা স্বল্প মেয়াদী মুনাফা কিন্তু বেশি দিন কার্যকরী হয় না। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। এবং অবশ্যই সততা থাকতে হবে, বন্ধুত্বপূর্ণ ভাব যা আপনার সাথে আপনার ক্রেতাদের সম্পর্ক সৃষ্টি করবে এবং মার্কেটে যারা একই ধরণের ব্যবসায় করছে তাদের শত্রু না ভেবে তাদেরও বন্ধুভাবা উচিত। যারা আগে থেকেই একই ধরণের ব্যবসায় করছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যমে কিছু শেখার চেষ্টা করা উচিত, আর নতুন কেউ মার্কেটে যুক্ত হতে চাইলে তাকে সঠিক উপদেশ দেয়া উচিত। মুনাফা নয়, ব্রান্ডকে বড় করার কথা ভাবতে হবে। নিজের পরিচয় তৈরি করতে হবে, অন্যকে নকল না করে নতুন কিছু করার কথা ভাবতে হবে।
হাহা, একটু বেশি উপদেশ হয়ে গেল মনে হয়, আসলে এটাই সত্যি, নতুনরা এসব বিষয় একটু খেয়াল করে চললে সফলতা পাবে।
১০. আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি HUR nusrat ব্রান্ডকে নিয়ে ? (আমাদের সাথে যতটুকু শেয়ার করা যায়)
অবশ্যই। স্বপ্নতো অনেক বড়, পূর্ণতা পাবে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা এর মাধ্যমে। ২০১৮-তে ইচ্ছে আছে আরেকটি শো-রুম দেয়ার। কোথায় দেয়ার কথা ভাবছি তা এখন বলতে চাচ্ছি না, কারণ এখনো অনেক সময় আছে। এছাড়া নতুন কিছু প্রোডাক্ট আনছি দ্রুত, যা ক্রেতাদের অনেক ভালো লাগবে, আমার হুরপরীদের চাহিদা নিয়েই কাজ করার কথা ভাবছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেনো আপনাদের ভালোবাসাকে সাথে নিয়ে আরো সামনে এগিয়ে যেতে পারি ।
Moshiur Monty
Digital Marketing Trainer, Bdjobs Training.
অনুপ্রেরণা যোগাতে আমার সাথেই থাকুন ~~ https://www.facebook.com/MoshiurMontyBD/
ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বাংলা আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ
Your email address will not be published. Required fields are marked *