Dhaka.
৭টি এভারগ্রীন নিশ
নিশ ডিজিটাল মার্কেটারদের জন্য অতিপরিচিত নাম। অনেকের কাছে এই নিশ খুঁজে পাওয়া সহজ হলেও অনেকের কাছে একটি ভাল নিশ খুঁজে পাওয়া কঠিন কাজ। বিশেষ করে নতুনদের জন্য। যারা নিশ খুঁজে পায় না তাদের জন্য আজকের আর্টিকেল। আজ আপনাদের এমন কিছু নিশের কথা বলব যা ডিজিটাল মার্কেটিং এর জন্য সব সময় কাজ করবে।
ভাষা শিক্ষাঃ
মানুষকে বিভিন্ন প্রয়োজনে ভাষা শিখতে হয়। কখনো ব্যবসায়ের জন্য, রাজনীতির জন্য, চাকুরীর জন্য, বিভিন্ন দেশের ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখার জন্য আবার কখনো গবেষণার জন্য । যেমনঃ আমাদের দেশের অনেক ছেলে মেয়ে পড়ালেখার বা চাকুরীর জন্য ইংরেজি, চাইনিজ, জাপানিজ, জার্মানির বা আরবি ভাষা শিখে। শুধু মাত্র আমরা না, আমেরিকান-রা স্প্যানিশ শিখে তাদের কাজের জন্য। ঠিক তেমনি পৃথিবীর উন্নত দেশের মানুষগুলোও বিভিন্ন প্রয়োজনে ভাষা শিখে। ভাষা শেখার এই প্রবনতা বা প্রয়োজনীয়তা মানুষের মাঝে সবসময় থাকবে। সে জন্য এটি এমন একটি নিশ যা নিয়ে কাজ করতে চাইলে সবসময় কাজ করতে পারবেন। আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং বা আডসেন্স সকল কিছুই এই নিশের মাধ্যমে করতে পারবেন। পৃথিবীর অন্যতম বড় বড় অ্যাফিলিয়েট পণ্যের ওয়েবসাইট জেমনঃ ক্লিকব্যাঙ্ক-এ রয়েছে ভাষার উপর অনেক ডিজিটাল পণ্য। যা বিক্রয়ের মাধ্যে ডিজিটাল মার্কেটাররা প্রচুর পরিমান ইনকাম করছে।
স্বাস্থ্যঃ
পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে স্বাস্থ্য নিয়ে একটু হলেও উদ্বিগ্ন নয় বা তার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন। স্বাস্থ্য এমন একটি নিশ যা দ্বারা একজন ডিজিটাল মার্কেটার সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারে। স্বাস্থের উপর একটি ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট পণ্য বা সিপিএ অফার অথবা আডসেন্স ইত্যাদি কাজ করতে পারে। আপনি চাইলে এই স্বাস্থের যেকোন একটি অংশ নিয়ে কাজ করতে পারেন। যেমনঃ অ্যাজমা, এন্টি-এজিং, ব্যাকপেইন, ডাইবেটিক্স, ইত্যাদি। ভালো তথ্য প্রদানের মাধ্যমে মানুষের উপকার এর সাথে সাথে নিজের আর্থিক অবস্থায় পরিবর্তন আনতে পারবেন।
অনলাইন ইনকামঃ
তথ্য প্রযুক্তির ব্যবহার দিনে দিনে বাড়ছে। সকল ক্ষেত্রে আজ তথ্য প্রযুক্তির ছোঁয়া পাওয়া যায়। তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে অনলাইনে ইনকাম করার অনেক ক্ষেত্র তৈরি হয়েছে। মানুষ প্রতিনিয়ত অনলাইন ব্যবসায়ের দিকে ঝুঁকছে। আপনিও চাইলে অনলাইনে ইনকাম করার পদ্ধতি নিয়েও কাজ করতে পারেন। বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করে অথবা অনলাইনে কিভাবে ইনকাম করা যায় তার বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোডাক্ট বিক্রয় করতে পারেন। শুধুমাত্র আমাদের দেশে নয়, পৃথিবীর অনেকে দেশে থেকে এই টপিকে অনেক সার্চ হয়, তাই একটি ভালো নিশ হিসেবে বিবেচনা করা হয়।
শখ/পছন্দঃ
মানুষ শখের জন্য কতকিছুই না করে। পৃথিবীতে যখন কোটি কোটি মানুষ না খেয়ে মারা যাচ্ছে তখন অনেক মানুষ শখ পূরনের জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলছে। এই শখ নিয়ে কাজ করতে পারেন। এটি একটি অন্যতম এভারগ্রীন নিশ। কিছু মানুষ খেলাধুলা পছন্দ করে, কেউ ঘুরতে পছন্দ করে আবার কেউ নদীর তীরে মাছ ধরতে পছন্দ করে। যেই শখ হোক না কেন আপনি কোন একটি নিয়ে কাজ করতে পারেন।
Forbes এর মতে, শুধু মাত্র Golf খেলা হলো ৭০ বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। আর Hunting Marketing Business এর মতে, হান্টিং হলো ২২.৯ বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি।
Training is an Investment
In the Future of your Business
Learn Digital Marketing from Moshiur Monty – https://goo.gl/UG3F3h
টেকনোলজিঃ
টেকনোলজির ব্যবহার এবং প্রসার আমরা দেখছি। আমেরিকাতে টেকনোলজির মধ্যে বিভিন্ন রকম গেজেট তৈরি হচ্ছে। আমাদের দেশেও গেজেট এর চাহিদা অনেক। আপনি সহজেই টেকনোলজির উপর কাজ করতে পারেন। প্রতিনিয়ত নতুন নতুন মোবাইল, আপডেটেড কম্পিউটার, বিভিন্ন ইলেক্টনিক্স প্রোডাক্টস ইত্যাদির কারণে টেকনোলজি একটি এভারগ্রীন নিশ। এছাড়া কম্পিউটার বা মোবাইলের ব্যবহার, সফটয়্যারের ব্যবহার ইত্যাদি মানুষকে জানতে হয় তাই টেকনলোজির বিভিন্ন দিক নিয়ে কাজ করতে পারেন।
Weight loss:
এভারগ্রীন নিশ হিসেবে অনেক নিশ রয়েছে কিন্তু একটি অন্যতম বড় এবং জনপ্রিয় নিশ হল Weight loss । মানুষ এখন প্রতিনিয়ত জানতে চায় কিভাবে ওজন কমানো যায়। বিশেষ করে ওজন কমানোর জন্য নতুন নতুন টিপস জানতে আগ্রহী। আপনি যদি গুগলের কীওয়ার্ড প্লানারে weight loss এর উপর সার্চ ভলিউম দেখতে চান তাহলে দেখবেন প্রচুর পরিমান মানুষ এই ব্যপারে সার্চ করছে। আর যদি বিভিন্ন রকম অ্যাফিলিয়েট ওয়েবসাইটে এর পণ্য দেখতে চান তাহলে দেখতে পারবেন অনেক পণ্য রয়েছে এবং সেগুলো বিক্রয়ও হচ্ছে। ইউটিউব এ ভিডিও দেখলে দেখবেন কত ভিউস, অনেকে অনেক ভাবে এই নিশ নিয়ে কাজ করে উপার্জন এর লক্ষে।
Parenting :
পৃথিবীতে মানুষ যতদিন আছে ততদিন তারা সন্তান জন্মদান করবে। সেজন্য Parenting নিশ হিসেবে সবসময় জনপ্রিয় থাকবে। বাবা মা চায় তাদের সন্তান সব সময় ভালো থাকুক, ছোট বাচ্চা এর ক্ষেত্রে তো তারা আরো বেশি যত্নবান, কি করা দরকার কি করা দরকার না, এসব অনেক বিষয় এর উপর তারা অনলাইনে অনেক আর্টিকেল পড়ে, ভিডিও দেখে। যেমনঃ আপনি চাইলে সন্তান জন্ম দান থেকে শুরু করে তাদের লালন পালন করা এবং তার সাথে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারেন। যেহেতু বাবা মা এর এটি একটি প্রয়োজন তাই তারা সব সময় এই বিষয় নিয়ে জানতে চাইবেন সবসময়।
এত কিছু বলার মূল কারণ হচ্ছে, দিন শেষে আমরা যেন ভালো উপার্জন করতে পারি। এসব নিশ নিয়ে লেখালেখির মাধ্যমে উপার্জন করা সম্ভব, অ্যাফিলিয়েট পণ্যের বিক্রয় এর মাধ্যমে উপার্জন করা সম্ভব, নিজের পণ্য থাকলে তা বিক্রয় সম্ভব, ইউটিউব এর মাধ্যমে উপার্জন করা সম্ভব। কিন্তু মনে রাখবেন ভালো কিছু দেয়ার মাধ্যমেই ভালো কিছু পাওয়া যায়, আপনি কোন উপকারি তথ্য দিতে পারলেন না, কারো উপকারে আসলেন না কিন্তু আপনি দিন শেষে ভালো উপার্জন এর কথা ভাবছেন সেটা একদম ভুল এবং তা সম্ভব নয়।
Moshiur Monty
Digital Marketing Trainer, Bdjobs Training.
অনুপ্রেরণা যোগাতে আমার সাথেই থাকুন ~~ https://www.facebook.com/MoshiurMontyBD/
ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বাংলা আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ
Your email address will not be published. Required fields are marked *