Dhaka.
লোকাল এসইও কিভাবে করবো?
লোকাল এসইও কিভাবে করবো তা জানার আগে লোকাল এসইও সম্পর্কে সহজেই কিছু ধারণা নেয়া জরুরী। যখন আমরা কোন নির্দিষ্ট শহর বা দেশ কেন্দ্রিক কোন কিছু গুগল এ খুঁজে থাকি তখন তাকে লোকাল সার্চ বলা যায়, আর সেই সার্চ এ নিজের ওয়েবসাইট এর অবস্থান এর জন্য ওয়েবসাইট কে যে পদ্ধতিতে এসইও করা হয় তাকে লোকাল এসইও বলে।
লোকাল সার্চ দুই ধরণের হয়।
যেমন আপনি সার্চ করলেন –
১. SEO Service Provider ……… আপনার IP এর উপর নির্ভর করে আপনার কাছাকাছি যে সব SEO Service Provider আছেন তাদের গুগল দেখাবে।
২. SEO Service Provider in Mirpur ……… মিরপুর এর যে সব SEO Service Provider-দের দেখাবে।
কাজ শুরু করতে হয় শহর এর নামকে টার্গেট করে, পরবর্তীতে সেখানে অবস্থান ভালো হলে প্রথম সার্চ পরিকল্পনা অনুসারে নিজের অবস্থান আরো ভালো করার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।
এসইও প্রতিনিয়ত পরিবর্তনশীল। নতুন নতুন আপডেট নতুন নতুন নিয়মের মাধ্যমে এসইও আরো বেশি কঠিন এবং টার্গেটেড হয়ে যাচ্ছে। এখন আপনার ওয়েবসাইট যদি কোন লোকাল কেন্দ্রিক হয় তখন আপনাকে এসইও করার সময় লোকাল বিভিন্ন বিষয় মাথায় রেখেই এসইও করতে হয়। যেমন আপনার ব্যবসায় যদি –
– হয়ে থাকে তখন অবশ্যই আপনাকে লোকাল এসইও এর দিকে নজর দেয়া উচিত।
বর্তমানে সার্চ ইঞ্জিন চায় ব্যবহারকারীদের পরিপূর্ন এবং সঠিক তথ্যটি দিতে।। যেমন আপনি যদি আপনার শহরের কোন একটি ল্যাপটপের দোকান সম্পর্কে জানতে চান তাহলে যেন ঠিক আপনার শহরেরই দোকান দেখানো যায়। অন্য শহরের দোকান যেন সার্চ রেজাল্টে না আসে। এজন্য ওয়েবসাইট র্যাঙ্ক করতে অপ্টিমাইজ করার ক্ষেত্রে লোকাল বিষয়গুলো গুরুত্ব দিতেই হবে।
১. লোকাল ডোমেইনঃ
যদি আপনার ব্যবসায় কোন নির্দিষ্ট শহর কেন্দ্রিক হয়ে থাকে তাহলে উত্তম হয় আপনি যদি লোকাল ডোমেইন নিন আপনার ওয়েবসাইট এর জন্য। যেমন আপনার ব্যবসায় উত্তরা, ঢাকা এর মধ্যে। উত্তরা হচ্ছে আপনার উল্লেখযোগ্য টার্গেটড স্থান এবং সম্পূর্ণ ঢাকা শহরেও সার্ভিস দেয়ার চেষ্টা করছেন কিন্তু ঢাকা এর বাইরে এবং বাংলাদেশের বাইরে সার্ভিস দেয়া আপনার পক্ষে সম্ভব নয়। তখন আপনার ওয়েবসাইটকে এসইও এর জন্য একটু সহজ করতে আপনি www.example.com.bd ডোমেইন কিনুন। এটি এসইও এর ক্ষেত্রে প্লাস হিসেবে কাজ করবে ।
২. কীওয়ার্ড এবং ওয়েবসাইট অপ্টিমাইজেশনঃ
একটি ওয়েবসাইট এসইও অপ্টিমাইজ করতে যে সকল কাজ করতে হয় লোকাল এসইও এর ক্ষেত্রেও তেমনটি করতে হবে। শুধু পরিবর্তন আসবে কীওয়ার্ড এর ক্ষেত্রে। যেমন – আপনার ব্যবসায় ধানমন্ডিতে, তাহলে কীওয়ার্ড এ ধানমন্ডি যুক্ত করতে হবে। (Computer Training Center in Dhanmondi) – এই কীওয়ার্ড এর উপর নির্ভর করেই এসইও এর সবগুলো কাজ সম্পন্ন করতে হবে। এবং খেয়াল রাখতে হবে ওয়েবসাইট এর Contact মেনুতে সঠিক ঠিকানা এবং ম্যাপ থাকে ।
Training is an Investment
In the Future of your Business
Learn Digital Marketing from Moshiur Monty – https://goo.gl/UG3F3h
৩. Google My Business এ অন্তর্ভুক্ত করুনঃ
লোকাল এসইও এর ক্ষেত্রে Google My Business সবচেয়ে বড় ভূমিকা পালন করে। Google My Business এর যে সকল সার্ভিস গুলো আমাদের দেশের জন্য লোকাল এসইও করার ক্ষেত্রে সবচেয়ে জরুরী তা হলো –
~ Google Map.
~ Google Business Page.
~ Google Business Page Review.
~ Google Map Based Photo.
কেউ যদি গুগলে আপনার ব্যবসায় সার্চ করে তাহলে আপনার ব্যবসায় প্রথমে আসবে। আপনার ব্যবসায় কোথায়? এলাকার নাম, রাস্তা নম্বর, শহরের নাম, ফোন নম্বর, ছবি ইত্যাদি থাকবে।
নিজের ব্যবসায়কে গুগল এ লিস্ট করার জন্য আপনাকে যেতে হবে এই লিঙ্ক এ – https://www.google.com/business/
লোগইন করবেন আপনার Gmail ID দিয়ে এবং এর উপর গুগল ম্যাপ এ আপনার ব্যবসায় এর অবস্থান ঠিক মত দিতে হবে এবং সাথে আরো ব্যবসায় সম্পর্কিত তথ্য দিতে হবে, এর পর ভেরিফাই করার জন্য এপলাই করতে হবে। ১-২ মাস এর মধ্যে আপনার ব্যবসায় এর ঠিকানায় গুগল কোড পাঠাবে এবং সেই কোড আবার আপনার গুগল পেজ এর মাধ্যমে সাবমিট করলে আপনার ব্যবসায় ম্যাপ এ স্থায়ীভাবে লিস্টেড হয়ে যাবে।
নোট – ম্যাপ এ ঠিকানা লিস্ট করার সময় গুগল পেজ তৈরি হয়ে থাকে।
আপনার থেকে যারা সার্ভিস নিয়েছে তারা আপনার সম্পর্কে এখানে রিভিউ দিতে পারবে, এবং আপনার ব্যবসায় এ সম্পর্কে জানে বা আপনার জানে এমন ব্যক্তিরাও রিভিউ দিতে পারবে, যত ভালো রিভিউ পোষ্ট হবে আপনার লোকাল এসইও এর ক্ষেত্রে তত ভালো ভূমিকা রাখবে।
যারা আপনার ব্যবসায় এর এখানে এসে ছবি তুলবে তারা আবার সে ছবি গুগল ম্যাপ এ সাবমিট করতে পারবে, এটিও আপনার লোকাল এসইও এর ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে।
৪. লোকাল লিস্টিং করুনঃ
অনলাইনে অনেক গুলো ব্যবসায়িক লিস্টিং ওয়েবসাইট রয়েছে যেখানে লোকাল ব্যবসায় গুলো অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে ভিজিটর একটি ব্যবসায়ের অবস্থান সম্পর্কে জানতে পারে। যেমন – ঠিকানা,ওয়েবসাইট লিংক,ফোন নম্বর ইত্যাদি। এই ওয়েব সাইট গুলো লোকাল এসইও এর ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে।
৫. আপনার এলাকা ভিত্তিক কন্টেন্ট তৈরি করুনঃ
কন্টেন্ট একটি ওয়েবসাইটের প্রান। গুগল এখন লোকাল অডিয়েন্সের প্রতি বেশি যত্নবান। আপনার ওয়েবসাইটে কি কন্টেন্ট রয়েছে তার সরাসরি প্রভাব আপনার এসইওতে পরবে। লোকাল এসইও এর ক্ষেত্রে গুগল চায় আপনি যেন কন্টেন্ট লিখেন আপনার এলাকা ভিত্তিক। অর্থাৎ আপনার এলাকার নাম, ছবি আপনার কন্টেন্টে উল্লেখ থাকা দরকার। বিশেষ করে টাইটেলে থাকাটা বেশি ভালো।
৬. লোকাল লিংক বিল্ডিং স্ট্রেটেজিঃ
ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য লিংক বিল্ডিং অপরিহার্য। লোকাল এসইও করার জন্য আপনার লিংক বিল্ডিং স্ট্রেটেজিতে কিছু পরিবর্তন আনতে হবে। বিভিন্ন রকম লোকাল ব্লগ, ডিরেক্টরি বা ফোরামের মাধ্যমে লিংক বিল্ডিং করতে হবে। সম্ভব হলে, লোকাল গেস্ট পোস্টিং এর দিকেও নজর দিতে পারেন।
যেহেতু এখন লিংক বিল্ডিং এর চেয়ে লিংক আর্নিং বেশি কার্যকরী তাই লিংক আর্নিং এর প্রতি বেশি জোর দিতে হবে। প্রশ্ন আসতে পারে কিভাবে লোকাল লিংক আর্নিং করা যেতে পারে?
~ বিভিন্ন মাধ্যমের সাথে সুসম্পর্ক করে আপনার সময় দিন যা আপানাকে লোকাল নিউজে নিয়ে আসবে। এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিংক তৈরি হবে।
~ বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করুন। সে ইভেন্টগুলো বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন। আপনাকে লিংক অর্জনে সহায়তা করবে। আপনি বিভিন্ন ইভেন্টের অংশগ্রহনের মাধ্যমেও আপনার ব্যবসায়কে পরিচিত করাতে পারেন।
Moshiur Monty
Digital Marketing Trainer, Bdjobs Training.
অনুপ্রেরণা যোগাতে আমার সাথেই থাকুন ~~ https://www.facebook.com/MoshiurMontyBD/
ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুন — https://moshiurmonty.com/
Your email address will not be published. Required fields are marked *