Dhaka.
পিন্টারেস্ট মার্কেটিং এ ৮ টি ভুল
পিন্টারেস্ট হল একটি অসাধারন সোশ্যাল মিডিয়া যেখানে আপনার পণ্যের ভিজিউয়াল কন্টেন্টগুলো কাস্টমার বা ফলোয়ারা দেখতে পায়। পণ্যের ভিজিউয়াল কন্টেন্ট গুলো দেখার কারণে পণ্য ক্রয়ে কাস্টমারের সিধান্ত নিতে সহজ হয় বিধায় ডিজিটাল মার্কেটাররা এই সোশ্যাল মিডিয়াটি অনেক পছন্দ করে। এক জরিপে দেখা গিয়েছে প্রায় ৬৯% ক্রেতার সাথে পিন্টারেস্টের একটি সম্পর্ক রয়েছে এবং পণ্য ক্রয়ের ক্ষেত্রে পিন্টারেস্টের প্রভাব রয়েছে। জরিপে আরো জানা গিয়েছে বেশিরভাগ মেয়ে এবং মহিলারা পিন্টারেস্ট বেশি ব্যবহার করে থাকেন।
তবে যারা পিন্টারেস্টে মার্কেটিং করে তাদের মধ্যে অনেকেই কিছু সাধারণ ভুল করে থাকেন।
১. পিন্টারেস্ট প্রোফাইল পরিপূর্নভাবে তৈরি না করাঃ
প্রতিটি সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবসায়ের জন্য খুব গুরুত্বপূর্ন তেমনি পিন্টারেস্ট অ্যাকাউন্টও । পিন্টারেস্ট মার্কেটিং করার পূর্বে পিন্টারেস্ট অ্যাকাউন্টটিতে প্রয়োজনীয় সকল তথ্য দিন। আর অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ব্যবসায়িক অ্যাকাউন্ট তৈরি করুন, ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়। এই ভুলটিও অনেকের মাঝে দেখা যায়। ব্যবসায়িক একাউন্ট ব্যক্তিগত একাউন্টের চেয়ে বেশি প্রোফেশনাল হয়। অ্যাকাউন্ট এর About সেকশন এ ব্যবসায় সম্পর্কিত তথ্য দিন।
২. শুধু নিজের পণ্যের ছবি পিন করাঃ
অনেক পিন্টারেস্ট মার্কেটারের মধ্যে একটি সাধারণ ভুল হচ্ছে তারা শুধু নিজের পণ্যের ইমেজ গুলো পিন করে। যার কারণে তারা সেই ইমেজ গুলোর রিপিন পায় না এবং এর ফলে অনেক ফলোয়ার পাওয়া থেকে সুযোগ হারায়।
৩. পণ্যের দাম উল্লেখ করাঃ
পণ্যের ইমেজের সাথে পণ্যের দাম উল্লেখ না করাও একটি ভুল। প্রতিটি পোষ্ট করার সাথে সাথে মূল্য উল্লেখ করুন। মুল্যের পূর্বে অবশ্যই “ $ ” / “Tk.” ব্যবহার করুন। অনেক মার্কেটারের মাঝে পণ্যের মূল্য উল্লেখ না করার প্রবনতা থাকে। কিন্তু এটি একটি ভুল সিদ্ধান্ত।
৪. এঙ্গেজিং কন্টেন্ট পোষ্ট না করাঃ
শুধু আপনার পণ্যের ইমেজ দিলেই সবসময় এঙ্গেজমেন্ট হবে এমনটি নয়। তাই মাঝে মাঝে ভোক্তার পছন্দ হয় এমন আলাদা কন্টেন্ট তৈরি করুন এবং সেই কন্টেন্ট গুলো পিন্টারেস্টে পোষ্ট করুন। মাঝে মাঝে বিভিন্ন Quote বা ব্যবসায় সম্পর্কিত তথ্য দিতে পারবেন।
৫. পণ্যের পোষ্টের সাথে লিঙ্ক না করাঃ
এই ভুলটির কারণে পণ্যের বিক্রয় কমে যায়। ওয়েবসাইট বা ল্যান্ডিং পেইজের সাথে লিঙ্ক করা থাকলে পিন থেকেই ওয়েবসাইটে চলে যেতে পারবে।তাই লিঙ্ক করা অনেক জরুরী।
৬. ইমেজের ডেসক্রিপশন ব্যবহার না করাঃ
কিছু কিছু মার্কেটার ইমেজের ডেসক্রিপশন ব্যবহার করে না। কন্টেন্ট লিখতে কষ্ট মনে করেন। দ্রুত পোষ্ট করতে গিয়ে বা অলসতাবশত ইমেজের ডেসক্রিপশন ব্যবহার করে না। একটি চমৎকার ডেসক্রিপশন ক্লিক থ্রো রেট বাড়াতে অনেক সাহায্য করে। সকল মার্কেটারের এটা জানা উচিত। এছাড়া সার্চে সহজে খুজে পেতে ডেসক্রিপশনের কোন বিকল্প নেই।
Training is an Investment
In the Future of your Business
Learn Digital Marketing from Moshiur Monty – https://goo.gl/UG3F3h
৭. লো কোয়ালিটির ইমেজ ব্যবহার করাঃ
ছবি পোষ্ট করা দরকার মার্কেটিং এর জন্য তাই অনেকেই ছবি পোষ্ট করে কিন্তু ইমেজের কোয়ালিটি এর দিকে লক্ষ্য করে না এমনকি কি ধরণের সাইজ পিন্টারেস্ট এ বেশি কার্যকর সে দিকেও নজর দেয় না। এই দুটো বিষয়ই বেশি জানা এবং সে অনুসারে কাজ করা অনেক জরুরী।
৮. এনালাইটিক ব্যবহার না করাঃ
এটি পিন্টারেস্ট মার্কেটিং এর অন্যতম ভুল যা অনেক মার্কেটারের মধ্যেই দেখা যায়। অনেক মার্কেটার পিন্টারেস্টের এনালাইটিক চেক করতে ভুলে যায় অথবা গুরুত্ব দিয়ে দেখে না। যার ফলে তার মার্কেটিং এর ফলাফল কেমন হচ্ছে, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তার দেয়া পোষ্ট গুলো পাবলিক কেমন পছন্দ করছে নাকি পছন্দ করছে না তা নির্ধারন করতে পারে না। এর ফলে পরিকল্পনা বা মার্কেটিং কৌশল দূর্বল হয়। ফলশ্রুতিতে তার মার্কেটিং ব্যর্থতায় পরিনত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটি অন্যতম শর্ত হল ধৈর্য ধরা। পিন্টারেস্টে সফলতা পেতে হলেও আপানাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। রাতারাতি সফলতা পাওয়া যাবে বা একাউন্ট খুলে কিছু পোষ্ট করলেই হাজার, হাজার ভিজিটর পেয়ে যাবেন এবং পণ্য বিক্রয় শুরু হয়ে যাবে এই রকম চিন্তা করা বোকামী। এই ধরণের আশা নিয়ে পিন্টারেস্ট মার্কেটিং করলে একসময় হতাশ হয়ে যাবেন এবং পিন্টারেস্ট বিমুখ হয়ে পরবেন। তাই পিন্টারেস্টে রাতারাতি সফলতা না চেয়ে ধৈর্য ধরে কাজ করুন, সফলতা পাবেন।
Moshiur Monty
Digital Marketing Trainer, Bdjobs Training.
অনুপ্রেরণা যোগাতে আমার সাথেই থাকুন ~~ https://www.facebook.com/MoshiurMontyBD/
ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বাংলা আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ
Your email address will not be published. Required fields are marked *