Dhaka.
পিন্টারেস্ট মার্কেটিং এ আপনার ভিসিবিলিটি বৃদ্ধি করার ৮টি টিপস
আপনি কি পিন্টারেস্ট মার্কেটিং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী? এই আর্টিকেলে পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস আলোচনা করা হবে যা দ্বারা আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট এর ট্রাফিক বৃদ্ধি, টার্গেটেড অডিয়েন্সের সাথে সম্পর্ক এবং বিক্রয় বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
১. কয়েকটি প্রোডাক্ট সম্বলিত একটি পিনঃ
কয়েক ধরণের প্রোডাক্ট নিয়ে একটি পিন তৈরি করে পোস্ট করলে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভবনা বাড়বে। এছাড়াও এই পদ্ধতিটির দুটি সুবিধাজনক দিক রয়েছে যেমনঃ প্রথমত, ব্যবহারকারীরা বুঝতে পারবে যে আপনার কাছে কি ধরণের প্রোডাক্ট রয়েছে। দ্বিতীয়ত, এর মাধ্যমে আপনি অনেক ব্যবহারকারীর দৃস্টি আকর্ষণ করতে পারবেন। সহজে বলা যায় এক ধিলে কয়েক পাখি মারা, কারণ অনেক ক্ষেত্রেই অনেকেই সব পিন দেখেন না, সে ক্ষেত্রে আপনি প্রথম সুযোগেই প্রধান প্রোডাক্টগুলো দেখিয়ে ফেলতে পারছেন ।
২. ছবির সাইজঃ
বর্তমানে পিন্টারেস্ট পেজ বৈচিত্র্যময়, হাই-কোয়ালিটি ও কালারফুল ইমেজে পরিপূর্ণ। সেইক্ষেত্রে আপনার ইমেজ গুলু মানসম্মত হওয়া অনেক জরুরী।ইমেজের সাইজ ও ডাইমেন্সন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভারটিকাল(লম্বালম্বি) পিন প্রিন্টারেস্টের জন্য বেশি উপযোগী।
৩. বর্ণনাসহ ইমেজ পোস্টঃ
বর্ণনা সহ ইমেজ পোস্ট করলে প্রিন্টারেস্টে তাঁর গুরুত্ব বেশি। যদিও পিন্টারেস্ট দৃশ্যমান কন্টেন্ট নিয়ে গঠিত তবুও ইমেজের সাথে সাথে এটির বর্ণনামূলক ক্যাপশনের সাহায্য প্রয়োজন। যে সমস্ত ব্যবহারকারিরা দ্রুত নিউজ ফিড স্ক্রল করে তাদের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে ইমেজের সাথে বর্ণনা যোগ করা খুবই কার্যকরী। বর্ণনার মাধ্যমে ব্যবহারকারীরা আপনার ইমেজটি সম্পর্কে জানতে পারে ও আপনার প্রোডাক্ট গুলো কতটা মূল্যবান সে সম্পর্কে ধারণা লাভ করতে পারে। বর্ণনা সাধারণ, সংক্ষিপ্ত ও পাঠ্য উপযোগী করে তৈরি করুন। বোল্ড টেক্স বর্ণনাটিকে সবার দৃষ্টি আকর্ষণে সহায়তা করে এবং বর্ণনাটির কালার কন্ট্রাস্টের দিকে ও খেয়াল রাখতে হবে। সবচেয়ে জরুরী বিষয় হচ্ছে বর্ণনা এর মধ্যেই আপনার কীওয়ার্ড থাকে এবং কীওয়ার্ড এর মাধ্যমেই সার্চ পেজে আপনার পিনটি দেখাবে। ১৫০ – ৩০০ শব্দের এর মধ্যে রচিত বর্ননা পিন্টারেস্টের জন্য বেশি মানানসই বা কার্যকরী।
৪. লিঙ্কঃ
পিনের সাথে লিঙ্ক যুক্ত করা পিন্টারেস্ট মার্কেটিং এর খুবই সাধারন এবং কার্যকরী একটি উপায়। এর মাধ্যমে ব্যবহারকারীরা আপনার পিনের ক্লিকের মাধ্যমে সহজেই আপনার সাইটটি ভিজিট করতে পারবে। এটি খুব সাধারন একটি উপায় কিন্তু এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি করতে পারবেন।
Training is an Investment
In the Future of your Business
Learn Digital Marketing from Moshiur Monty – https://goo.gl/UG3F3h
৫. Call-To-Action:
সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্লাটফার্মের মত পিন্টারেস্টেরও “Call-To-Action” অপশনটি খুবই গুরুত্বপূর্ন ভুমিকা রাখে। এটি ব্যবহারকারীদের বিভিন্ন পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে উৎসাহিত করে। Call-To-Action অপশনে Repin, Learn More, Buy Now ইত্যাদি অন্তর্ভূক্ত করা যেতে পারে।
৬. মূল্যঃ
প্রাইস ট্যাগ যেকোন ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। যখন আপনি কোন প্রোজেক্ট প্রোমট করেন এবং তা বিক্রয়ের প্রচেষ্টা করেন তখন অবশ্যই আপনার ডেসক্রিপশন-এ প্রজেক্টের মূল্য উল্লেখ করুন। মূল্য জানার পরই কাস্টমার ক্রয় করার জন্য অনুপ্রানিত হয়।
৭. পিন্টারেস্ট Analysis পর্যবেক্ষনঃ
পিন্টারেস্টে Analysis পর্যবেক্ষন খুবই গুরুত্বপূর্ন। এর মাধ্যমে আপনি কিছু বিষয় যা সাধারনভাবে বুঝা যায় না তা বুঝতে পারবেন যেমনঃ আপনার অডিয়েন্স কারা, কারা আপনার কন্টেন্টি দেখছে এবং কোন কন্টেন্টি ভালো কাজ করছে এবং কোনটি কাজ করছে না ইত্যাদি। এই সমস্ত তথ্যের মাধ্যমে পিন্টারেস্ট একাউন্টের মান উন্নয়ন করা সম্ভব।
৮. সবত্র কি-ওয়ার্ড ব্যবহারঃ
কি-ওয়ার্ড গুগলে যেমন গুরুত্বপূর্ন ঠিক তেমনি পিন্টারেস্টে ও গুরুত্বপূর্ন। কি-ওয়ার্ড ব্যতীত অনুসন্ধান কার্যক্রম অসম্ভব। ব্যবহারকারীরা পিন, বোর্ড, পিনার ইত্যাদি সার্চ করতে পারে। তাই যত ক্ষেত্রে সম্ভব কি-ওয়ার্ড সর্বত্র উল্ল্যেখ করতে হবে। প্রতিটি বর্ননাতে সর্বনিন্ম একটি করে হলেও কি-ওয়ার্ড ব্যবহার করুন। এছাড়াও আপনার প্রতিটি পিন, বোর্ড এবং আপনার প্রোফাইলে ও কি-ওয়ার্ড উল্ল্যেখ করুন।
পিন্টারেস্ট এ আপনার ফলোয়ারস বৃদ্ধি করার টিপস ~~ পিন্টারেস্ট এ ফলোয়ারস বৃদ্ধি করার টিপস
Moshiur Monty
Digital Marketing Trainer, Bdjobs Training.
অনুপ্রেরণা যোগাতে আমার সাথেই থাকুন ~~ https://www.facebook.com/MoshiurMontyBD/
ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বাংলা আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ
Your email address will not be published. Required fields are marked *