Dhaka.
ফেসবুকের মাধ্যমে লিড তৈরি করা
অনলাইনে পণ্য বিক্রয় করার জন্য একটি কার্যকরী পদ্ধতির নাম হল ইমেইল মার্কেটিং। যারা ইমেইল মার্কেটিং করে তাদের জন্য প্রতিটা লিড (যেমন- ইমেইল, ফোন নাম্বার) অনেক গুরুত্বপূর্ন। সেই ইমেইল মার্কেটিং এর জন্য প্রয়োজন লিড অর্থাৎ ইমেইল । ফেসবুকের মাধ্যমে অনেক লিড তৈরি করা সম্ভব।
কিভাবে ফেসবুকের মাধ্যমে লিড তৈরি করা যায় তা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ন তথ্য দেওয়া হলঃ
১. ফেসবুক পোষ্টঃ
লিড তৈরির জন্য ফেসবুক পেজে ল্যান্ডিং পেজ এর লিঙ্ক পোষ্ট করুন। তবে যখন পোষ্ট করবেন কিছু বিষয় মনে রাখতে হবে। আপনি যে লিঙ্ক পোষ্ট করবেন তাতে যেন একটি ভালো ছবি থাকে যা ফেসবুক পোষ্টে ফিচারড ইমেজ হিসেবে দেখাবে। এছাড়া ছবিটি যেন সাইজের দিক থেকেও সঠিক সাইজের থাকে। পোস্ট করার পূর্বে আপনাকে সঠিকভাবে উল্লেখ্য করতে হবে যে এই পোষ্টে ক্লিক করলে ভিজিটর কোথায় যাবে। ভিজিটর যদি ব্লগ পোষ্ট মনে করে ক্লিক করে দেখে তাকে বিভিন্ন তথ্য দিতে হবে তাহলে ভিজিটর হতাশ হবে। বিভিন্ন রকম শব্দ বা বাক্য ল্যান্ডিং পেজে বা পোষ্টে উল্লেখ্য করতে পারেন যাতে সহজে বোঝা যায় এটি একটি ল্যান্ডিং পেজ। যেমনঃ “Download your ebook” বা “Get your cheat sheet” ইত্যাদি।
২. যে ব্লগ পোষ্টটি বেশি লিড তৈরি করে তা ফেসবুকে পোষ্ট করুনঃ
লিড তৈরি করার আরেকটি সহজ মাধ্যম হল আপনার ব্লগে যে পোষ্টটি সবচেয়ে বেশি লিড তৈরি করেছে সে পোষ্টটি ফেসবুক পেজেও পোষ্ট করেন। পোষ্টের বিষয় যেন প্রাসঙ্গিক এবং ছোট হয় ।
৩. ইমেজ পোষ্টের ক্ষেত্রে ল্যান্ডিং পেজের লিঙ্ক যুক্ত করাঃ
আমরা সবাই জানি পোষ্টের ক্ষেত্রে সহজে দৃশ্যমান পোষ্ট গুলো বেশি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে। যেমনঃ ছবি এবং ভিডিও। ছবি সহ পোষ্টের এঙ্গেজমেন্ট বৃদ্ধির সম্ভবনা প্রায় দ্বিগুনেরও বেশি। তাই লিড তৈরির ক্ষেত্রে এই সুযোগটি কাজে লাগাতে হবে। যেকোন আকর্ষনীয় ছবি পোষ্টের সাথে ক্যাপশনে ল্যান্ডিং পেজের লিঙ্ক ব্যবহারের মাধ্যমে লিড তৈরি করা যাবে।
৪. লিড তৈরির জন্য ভিডিও পোষ্ট করাঃ
অনলাইন মার্কেটিং –বর্তমানে ভিডিও এর ব্যবহার সর্বাধিক। লিড তৈরি করতেও ভিডিও বা ভিডিও মার্কেটিং অনেক বেশি গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। ফেসবুক এলগরিদম ভিডিও কন্টেন্ট পছন্দ করে। তাই অন্যান্য কন্টেন্টের চেয়ে ভিডিও এর organic রিচ প্রায় ১৩৫% বেশি। সুতরাং আপনি যদি চান ফেসবুক-এর মাধ্যমে লিড তৈরি করতে তাহলে অবশ্যই ভিডিওকে কাজে লাগাতে হবে। আপনি যদি কোন পণ্যের জন্য লিড তৈরি করতে চান, তাহলে পণ্যের উপর একটি ভিডিও রিভিউ তৈরি করেন, তারপর সে ভিডিওর ক্যাপশনে ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে দিন। ভিজিটরের সুবিধার্থে ভিডিওতে “নিচের লিঙ্কে ক্লিক করুন” এই ধরনের call to action যুক্ত করে দিতে পারেন। ভিডিও টাইটেলে কীওয়ার্ড ব্যবহার করতে ভুল করবেন না।
Training is an Investment
In the Future of your Business
Learn Digital Marketing from Moshiur Monty – moshiurmonty.com/DigitalMarketing
৫. ফেসবুক লাইভ ভিডিও ব্যবহার করাঃ
ফেসবুকের নতুন এবং জনপ্রিয় একটি ফিচার হল ফেসবুক লাইভ। যদিও আমাদের দেশে এর ব্যবহার সঠিকভাবে হচ্ছে না কিন্তু আমরা চাইলে ফেসবুক লাইভ ভিডিওকে মার্কেটিং এর জন্য খুব ভালো ভাবে ব্যবহার করতে পারি এবং এটি খুব কার্যকরী।
বিশেষ করে আমরা যখন নতুন কোন পণ্য বা সার্ভিস চালু করি এবং তার জন্য লিড তৈরি করতে চাই সে সময় আমাদের ফলোয়ারদের লাইভ ভিডিওর মাধ্যমে সে তথ্য জানাতে পারি। এর মাধ্যমে তাদের মাঝে আগ্রহ সৃষ্টি হবে ও বেশি লিড পাওয়া যায়।
তাছাড়া যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন বা সাবস্ক্রাইব করেছে, পণ্য বা সার্ভিসকে তাদের মনে করানোর জন্যও লাইভ ভিডিও অনেক কার্যকরী।
৬. লিড তৈরির পোষ্টকে পিন পোষ্ট হিসেবে রাখাঃ
আমরা প্রতিদিন ফেসবুকে পোষ্ট করি। সে জন্য আমাদের টাইমলাইনে পুরোনো পোষ্টগুলো নিচে চলে যায়। যখন আপনি লিড তৈরির জন্য কোন পোষ্ট দিবেন তখন অবশ্যই সে পোষ্টকে ফেসবুকে পিন পোষ্ট হিসেবে রাখবেন। এর ফলে যখন কেউ আপনার পেজে ভিজিট করবে, লিড তৈরির পোষ্টটি দেখবে এবং সে পোষ্ট এর লিঙ্ক এ ক্লিক করার সম্ভবনা বেড়ে যাবে।
৭. ফেসবুক ইভেন্ট তৈরি করুনঃ
ফেসবুক ইভেন্টের মাধ্যমে মার্কেটিং করা একটি সহজ পদ্ধতি। বিশেষ করে কোন সেমিনার বা ওয়েবিনার আয়োজন করার জন্য ইভেন্ট তৈরি করা হয়। আমরা সবাই জানি যে সেমিনার বা ওয়েবিনার লিড তৈরির জন্য বা নতুন কাস্টমার তৈরির জন্য চমৎকার একটি মার্কেটিং পদ্ধতি। এছাড়া ইভেন্টে ইনভাইটের মাধ্যমে অনেক তথ্য মানুষের কাছে পৌঁছে যায়।
৮. ফেসবুক অ্যাড ব্যবহার করাঃ
ব্যবসায়ের প্রসারের জন্য ফেসবুকের সবচেয়ে ভালো সার্ভিসটি হল ফেসবুক অ্যাড। এই অ্যাডের মাধ্যমে আপনি যেকোন ব্যবসায় টার্গেটেড ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারেন। বর্তমান সময়ে টার্গেটেড লিড তৈরি করতে অনেক মার্কেটার ফেসবুক অ্যাড ব্যবহার করছে। এটি একটি লাভজনক পদ্ধতি। কারণ অ্যাডের খরচ তুলনামূলক ভাবে অনেক কম কিন্তু রেজাল্ট অনেক ভালো।
Moshiur Monty
Digital Marketing Trainer, Bdjobs Training.
অনুপ্রেরণা যোগাতে আমার সাথেই থাকুন ~~ https://www.facebook.com/MoshiurMontyBD/
ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বাংলা আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ
Your email address will not be published. Required fields are marked *