Dhaka.
ইউটিউব ভিডিও এর জন্য কিভাবে কীওয়ার্ড রিসার্চ করবেন?
যেকোন কিছুতে SEO এর কথা আসলেই প্রথমে যার কথা আসে তা হল কীওয়ার্ড। কীওয়ার্ড রিসার্চ ছাড়া একটি ওয়েবসাইট বা একটি ভিডিও SEO করা যায় না। আবার কীওয়ার্ড রিসার্চ যদি ভুল হয় তাহলে SEO এর জন্য সকল অর্থ এবং সময় বৃথা যেতে পারে।
বর্তমান সময়ে ভিডিও মার্কেটিং একটি অন্যতম জনপ্রিয় মার্কেটিং পদ্ধতি। যারা এখনো ভিডিও মার্কেটিং শুরু করেননি তাদের শুরু করা উচিত। এই ভিডিও মার্কেটিং এর সফলতা পাওয়ার জন্য প্রথমত আপনাকে ইউটিউব, যা ২য় সার্চ ইঞ্জিন হিসেবে অবস্থান করছে সেখানে ভিডিও র্যাঙ্ক করাতে হবে। আর র্যাঙ্ক করতে না পারলে ইউটিউবের থেকে প্রচুর পরিমান ভিজিটরও তৈরি করতে পারবেন না।
কিভাবে ভিডিও এর জন্য কীওয়ার্ড রিসার্চ করতে হয় –
১. ইউটিউব সার্চ অপশনঃ
ইউটিউবেকে ২য় সার্চ ইঞ্জিন বলা হয় কারণ আমরা বিভিন্ন বিষয় যেমনঃ শিক্ষামূলক, বিনোদন, রিভিউ ইত্যাদি ভিডিও দেখতে ইউটিউব সার্চ করি। এর জন্য আমাদের সার্চ অপশনটি ব্যবহার করতে হয়। ইউটিউবের এই সার্চ অপশনটি হলো ভিডিও কীওয়ার্ড রিসার্চের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ন টুল। আপনি যখন এখানে কোন একটি ওয়ার্ড লিখবেন তখন আরো কিছু সাজেশন দেখতে পারবেন। যেমন আপনি যদি SEO লিখেন তাহলে SEO Tutorial, SEO Training, SEO tips ইত্যাদি সাজেশন আসবে। এই ফ্রেজ গুলোই হচ্ছে আপনার কীওয়ার্ড। এগুলো টার্গেটেড কীওয়ার্ড। এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার কাঙ্ক্ষিত কীওয়ার্ডটি এবং ব্যবহার করতে পারেন টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগে।
আপনি যখন কোন একটি সার্চ ফ্রেজ দ্বারা সার্চ করবেন তখন তার সার্চ রেজাল্ট কি পরিমান তার দিকে লক্ষ্য রাখবেন। যদি দেখেন অনেক বেশি তাহলে আপনার প্রচুর প্রতিযোগীতা করতে হবে। সেক্ষেত্রে আপনার সার্চ ফ্রেজ এর সাথে আরো কিছু ওয়ার্ড যুক্ত করে তার পর সার্চ করেন। যেমনঃ আপনি যদি samsung galaxy s8 লিখে সার্চ করেন তাহলে 2 মিলিয়ন সার্চ রেজাল্ট দেখাবে। আবার samsung galaxy s8 Review লিখে সার্চ করেন তাহলে আপনার প্রতিযোগী কমে আসবে। আবার যদি samsung galaxy s8 review commercial লিখে সার্চ করেন তাহলে অনেক কমে আসবে। এভাবে আপনার প্রতিযোগীতা কমিয়ে আপনার কীওয়ার্ড সিলেক্ট করতে পারেন। বিশেষ করে আপনার চ্যানেল যদি নতুন হয় তাহলে আপনাকে প্রতিযোগীতা কম এমন কীওয়ার্ড সিলেক্ট করতে হবে। যারা অ্যাডসেন্স এর জন্য কাজ করবেন তারা ১০০০০ ভিউ দ্রুত করার জন্য প্রথম ভিডিও গুলো এভাবে টার্গেট করতে পারেন।
Training is an Investment
In the Future of your Business
Learn Digital Marketing from Moshiur Monty – https://goo.gl/UG3F3h
২. কীওয়ার্ড প্লানার ব্যবহার করুনঃ
কীওয়ার্ড রিসার্চের জন্য বিখ্যাত টুল হচ্ছে গুগল এর কীওয়ার্ড প্লানার। এখানে আপনি কীওয়ার্ডের প্রতিযোগিতা এবং সার্চ ভলিউমও দেখতে পারবেন। যা আপনাকে কীওয়ার্ড সিলেক্ট করার জন্য সহযোগিতা করবে। ইউটিউব থেকে কীওয়ার্ড গুলো সিলেক্ট করে এই টুলের মাধ্যমে সার্চ ভলিউম দেখে কীওয়ার্ড সিলেক্ট করুন।
৩. প্রতিযোগীঃ
আপনি যেই নিশ নিয়ে কাজ করছেন সেই নিশে আপনার প্রতিযোগীরা হতে পারে কীওয়ার্ডের একটি গুরুত্বপূর্ন সোর্স। দেখুন তারা কি ধরনের ভিডিও কোন কীওয়ার্ডের উপর র্যাঙ্ক করেছেন। তারপর দেখুন তারা কতটা শক্তিশালী প্রতিযোগী। তারা কি ধরনের ট্যাগ ব্যবহার করছে তার থেকেও আপনি কীওয়ার্ডের ধারনা পেতে পারেন। এই জন্য আপনি ব্যবহার করুন vidIQ টুলটি। এই টুল আপনার প্রতিযোগীর সকল ট্যাগ দেখাতে সাহায্য করবে। এটি একটি Google Chrome Extension.
৪. Keywordtool.io:
এটিও একটি জনপ্রিয় টুল। কীওয়ার্ড রিসার্চের জন্যও এই টুল ব্যবহার করা হয়। এই টুলের মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ন কীওয়ার্ডের ফ্রেজ পাবেন যা ইউটিউবে পাবেন না। সেই কীওয়ার্ড গুলোও নিয়ে কাজ করতে পারেন।ত বে কীওয়ার্ডের সার্চ ভলিউম দেখতে হলে আপনাকে পে করতে হবে।
৫. গুগল ট্রেন্ডঃ
উপরের কীওয়ার্ড টুল গুলোর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত কীওয়ার্ড পেয়ে গেলেও সিলেক্ট করার পূর্বে গুগল ট্রেন্ডে চেক করে নিন। গুগল ট্রেন্ড আপনাকে দেখাবে আপনার কাঙ্ক্ষিত নিশ এবং আপনার সিলেক্ট করা টপিকটির বর্তমান অবস্থা। মানুষ কি পরিমান আগ্রহী এই বিষয়টির উপর। প্রতিনিয়ত এই বিষয়ে ইন্টারেস্ট বাড়ছে নাকি কমছে। এই বিষয়গুলো আপনাকে কীওয়ার্ড সিলেক্ট করতে সাহায্য করবে।
এই সকল টুল গুলো ব্যবহার করে আপনার কীওয়ার্ড সিলেক্ট করুন। তাহলে সঠিক কীওয়ার্ড সিলেক্ট করা হবে। যা দ্বারা ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা বৃদ্ধি পাবে।
Moshiur Monty
Digital Marketing Trainer, Bdjobs Training.
অনুপ্রেরণা যোগাতে আমার সাথেই থাকুন ~~ https://www.facebook.com/MoshiurMontyBD/
ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুন — https://moshiurmonty.com/
Your email address will not be published. Required fields are marked *