Dhaka.
কিভাবে ইন্সটাগ্রামে লোকাল ব্যবসায়ের জন্য মার্কেটিং করা যায়?
গত ৬ বছরে ইন্সটাগ্রাম সোশ্যাল মিডিয়ার জগতে ছবি শেয়ারের জন্য একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। পৃথিবীর অন্যতম বড় ব্রান্ড গুলো যেমনঃ National Geographic , Coca-Cola ইত্যাদি প্রতিষ্ঠানগুলোও এই মাধ্যমকে ব্যবহার করছে কাস্টমার বা গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য।
ইন্সটাগ্রামের সবচেয়ে চমৎকার বিষয়টি হল এটি খুব সহজে ব্যবহার করা যায় এবং দ্রুত কাজ করা যায়। এক জরিপে দেখা গিয়েছে ফেসবুক থেকে ১৫ গুন এবং টুইটার থেকে ২০ গুন বেশি এঙ্গেজমেন্ট হয় ইন্সটাগ্রামের মাধ্যমে।
এত সুযোগ সুবিধা থাকায় ইন্টারনেট মার্কেটারদের জন্য ইন্সটাগ্রাম এখন মার্কেটিং এর জন্য বিশাল ক্ষেত্র। কিন্তু অনেকে মনে করে ইন্সটাগ্রাম শুধু গ্লোবাল মার্কেটিং এর জন্য ব্যবহার করা যায়, লোকাল মার্কেটের জন্য নয়। এটি প্রকৃতপক্ষে ভুল ধারণা।
ইন্সটাগ্রামের মাধ্যমে কিভাবে লোকাল ব্যবসায়ের জন্য মার্কেটিং করা যায় তা আজ আলোচনা করবোঃ
১. Bio তে আপনার লোকেশন যুক্ত করুনঃ
ইন্সটাগ্রামে লোকাল ব্যবসায়ের মার্কেটিং এর জন্য প্রথমেই যা করতে হবে তা হল আপনার ইন্সটাগ্রাম একাউন্টের Bio ব্যবসায়ের অবস্থান অনুযায়ী তৈরি করতে হবে। ডেসক্রিপশনে আপনার শহর এবং আপনি কি সার্ভিস প্রদান করেন তা উল্লেখ্য করুন।
২. লোকাল ইমেজ পোষ্ট করুনঃ
প্রতিটি মার্কেটিং এর সফলতার একটি চাবি রয়েছে তা হল, কে আপনার টার্গেটেড অডিয়েন্স তা জানতে হবে। যারা লোকাল ব্যবসায়ের জন্য মার্কেটিং করে তাদের লোকাল কাস্টমারদের টার্গেট করেই সকল মার্কেটিং কার্যক্রম সম্পন্ন করতে হয়।
আপনি যদি ইন্সটাগ্রামে লোকাল মার্কেটের জন্য মার্কেটিং করতে চান তাহলে বেশি বেশি লোকাল জনপ্রিয় স্থানের ছবিগুলো পোষ্ট করবেন। বিভিন্ন লোকাল ছবি গুলো দ্বারা খুব সহজে এবং দ্রুত লোকাল ইউজারদের মনোযোগ আকর্ষন করা যায়। আপনি আপনার পণ্যের সাথে সম্পর্কিত লোকাল ছবিও পোষ্ট করতে পারেন। এর মাধ্যমে কাস্টমারের মাঝে এই ধরণের বিশ্বাস জন্মে যে আপনি আপনার লোকাল এলাকা নিয়ে গর্বিত এবং আপনি বা আপনার ব্যবসায় এই এলাকারই।
এছাড়া বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, ছবির সাথে ছবির লোকেশান যুক্ত করা, এটি হ্যাসট্যাগ এর চাইতেও বেশি কার্যকর বর্তমানে।
৩. ভিডিও পোষ্ট করুনঃ
এক রিসার্চে দেখা গেছে ইন্সটাগ্রাম মার্কেটিং এ ইমেজের চেয়ে ২ গুন বেশি কার্যকর হল ভিডিও। তাই আপনার উচিত এই সুযোগটিও নেওয়া। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যদি এমন কোন ভিডিও প্রকাশ করতে পারেন যা আপনার লোকাল স্থানের সাথে সম্পর্কিত।
Training is an Investment
In the Future of your Business
Learn Digital Marketing from Moshiur Monty – https://goo.gl/UG3F3h
৪. স্থান কেন্দ্রিক “#” ট্যাগ গুলো ব্যবহার করুনঃ
“#” ট্যাগ হল এমন একটি মাধ্যম যার দ্বরা আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার পোস্টটি সঠিক মানুষের কাছে পৌছাবে। সে জন্য আপনার প্রতিটি পোষ্টে স্থান কেন্দ্রিক জনপ্রিয় “#” গুলো ব্যবহার করুন। আপনি চাইলে নির্দিষ্ট স্থান অনুসারেও আপনার “#” ট্যাগটি ব্যবহার করতে পারেন। যেমনঃ আপনার ব্যাবসায়ের অবস্থান ধানমন্ডি হলে আপনি #dhanmondi ব্যবহার করতে পারেন।
৫. অন্যান্য লোকাল ব্যবসায়গুলো কে ফলো করুনঃ
ইন্সটাগ্রামে যদি আপনার লোকাল এলাকার কাস্টমারদের কমিউনিটিতে সহজে প্রবেশ করতে চান তাহলে আপনার এলাকার অন্যান্য জনপ্রিয় ব্যবসায়কে ফলো করেন বা কোন উল্ল্যখযোগ্য ব্যক্তিকে ফলো করেন। তাদের সাথে এঙ্গেজ হন। এর মাধ্যমে আপনার ব্রান্ড বৃদ্ধি পাবে এবং তাদের ফলোয়ারের কাছে আপনি লক্ষ্যনীয় হয়ে উঠবেন এবং আপনার পণ্য বা সার্ভিস সম্পর্কে জানতে ইচ্ছা তৈরি হবে।
যেমনঃ আপনার এলাকার কোন একটি ব্যবসায়ের বা হাই-প্রোফাইল ব্যক্তির সফলতায় কমেন্টের মাধ্যমে শুভেচ্ছা জানান, ছবিতে লাইক দিন। তাহলে তারাও আপনার আপনার ছবিতে লাইক কমেন্ট করতে ইচ্ছাবোধ করবে।যা তাদের ফলোয়ারের কাছে পৌছে যাবে।
৬. লোকাল ব্রান্ড এম্বাসেডার নিয়োগ করুনঃ
বড় বড় কোম্পানী তাদের পণ্য প্রচারের জন্য এম্বাসেডার নিয়োগ করে। আপনি আপনার পণ্যের প্রচারের জন্য কোন লোকাল জনপ্রিয় ব্যক্তিকে নিয়োগ দিন। তিনি যদি আপনার পণ্য সম্পর্কে মানুষের কাছে তুলে ধরে, আপনার পণ্যের প্রশংসা করে এবং তা ইন্সটাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করেন তাহলে তা আপনার পণ্যের জন্য খুব কার্যকরী মার্কেটিং হবে।
৭. টপ কাস্টমারের ছবি প্রকাশ করুনঃ
প্রতিটি ব্যবসায়ের কিছু কিছু টপ কাস্টমার থাকে এবং কিছু কমন কাস্টমার থাকে, যারা সব সময় আপনার থেকেই পণ্য কিনে থাকেন। আপনার টপ বায়িং কাস্টমারের ছবি ইন্সটাগ্রামে পোষ্ট করুন। এর মাধ্যমে লোকাল অন্যান্য কাস্টমার উৎসাহিত হবে।
৮. সঠিক সময়ে পোষ্ট করুনঃ
লোকাল ব্যবসায়ের জন্য কোন পোষ্ট বা মার্কেটিং করার ক্ষেত্রে সময়কে সর্বদা সতর্কভাবে নিতে হবে। কাস্টমারের সাথে নিজের সময় এক হওয়ার কারণে অনেকে সময়ের প্রতি সতর্ক না হয়ে ইচ্ছে মত পোষ্ট করে। যার ফলে পোষ্টে তেমন ভালো এঙ্গেজমেন্ট তৈরি হয় না। তাই প্রথমে দেখুন কোন সময়ের পোষ্টগুলোতে বেশি এঙ্গেজমেন্ট হয়, তখন পোষ্ট করুন।
Moshiur Monty
Digital Marketing Trainer, Bdjobs Training.
অনুপ্রেরণা যোগাতে আমার সাথেই থাকুন ~~ https://www.facebook.com/MoshiurMontyBD/
ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বাংলা আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ
Your email address will not be published. Required fields are marked *