Dhaka.
দেখে নিন ২৫ টি পাওয়ারফুল এসইও টিপস
এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি অন্যতম অংশ। একটি ওয়েবসাইট র্যাঙ্কিং করতে যে কাজ গুলো করতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ন ২৫ বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই বিষয় গুলো আপনাকে জানতেই হবে, অন্যথায় প্রতিযোগীদের হারিয়ে আপনার ওয়েবসাইট গুগল এ র্যাঙ্ক করাতে পারবেন না।
১। র্যাঙ্কিং এর জন্য এখন কন্টেন্টই মুখ্য বিষয়। তাই যতটা পারেন ভালো মানের কন্টেন্ট তৈরি করুন। আর ভালো মানের কন্টেন্ট আপনার ওয়েবসাইটে রিটার্নিং ভিজিটরও বৃদ্ধি করবে। কন্টেন্টের হেডলাইন লেখার ক্ষেত্রে রিসার্চ করে ভালো হেডলাইন লেখার চেষ্টা করুন।
২। অবশ্যই প্রতিটি পেজের টাইটেল ইউনিক এবং কীওয়ার্ড যুক্ত থাকতে হবে। যদি আপনার কোম্পানীর নাম ব্যবহার করতে চান তাহলে টাইটেলের শেষে ব্যবহার করুন। টাইটেল ৬০ অক্ষরের মধ্যে যেন হয়।
৩। সিঙ্গেল কীওয়ার্ডের চেয়ে বেশি সার্চ ফ্রেজের দিকে গুরুত্ব দিন। long tail keyword কে ভ্যালু দিন।
৪। আপনার ওয়েব ডিজাইনারকে বলুন এসইও ফ্রেন্ডলী ওয়েবসাইট তৈরি করতে। ওয়ার্ডপ্রেস দ্বারা ওয়েবসাইট তৈরি করা হলে Yoast প্লাগিন ব্যবহার করুন।
৫। ওয়েবসাইটে ফ্রেম, ফ্ল্যাশ এবং AJAX ব্যবহারে বিরত থাকুন। এগুলো গুগল পছন্দ করে না কারণ লোডিং স্পীড কমিয়ে দেয়।
৬। লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে পরিমানের চেয়ে মানের দিকে বেশি গুরুত্ব দিন। নিন্ম মানের সাইটে লিঙ্ক না করে ভালো মানের সাইটে লিঙ্ক তৈরি করুন।
৭। কীওয়ার্ড স্টাফিং না করে কীওয়ার্ড কে ন্যাচারাল ভাবে ব্যবহার করুন। নতুনরা এই ভুলটি বেশি করে। আর্টিকেল এর মধ্যে ০.৮% এর বেশি কীওয়ার্ড ব্যবহার করবেন না।
৮। ওয়েবসাইট যেন ইউজার ফ্রেন্ডলী হয়। ভিজিটর যেন সহজে আপনার ওয়েবসাইটকে ব্যবহার করে তার কাঙ্ক্ষিত তথ্য পেতে পারে সেই দিকে লক্ষ্য রাখুন।
৯। নিশ নির্ভর .edu সাইট গুলোতে লিঙ্ক বিল্ডিং করার চেষ্টা করুন। গুগল এই সাইটের লিঙ্ককে বেশি গুরুত্ব দেয়।
১০। কন্টেন্টের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ন হল লিঙ্ক। তাই লিঙ্ক তৈরির ক্ষেত্রে সতর্ক ভাবে কার্যকরী লিঙ্কই তৈরি করুন। বিভিন্ন স্প্যামিং লিঙ্ক তৈরি করে ওয়েবসাইটের ক্ষতি করবেন না।
১১। আর্টিকেলে Call To Action যুক্ত করুন। Call To Action টি যেন সহজে বোধগম্য হয়ে থাকে। এবং call to action টি সঠিক স্থানে ব্যবহার করুন যাতে সহজে লক্ষ্য করা যায়।
১২। ছবিতে কীওয়ার্ড পূর্ন ক্যাপশন ব্যবহার করুন। অনেকে শুধু ফাইল নেমে কীওয়ার্ড ব্যবহার করে কিন্তু ক্যাপশনে কোন কীওয়ার্ড ব্যবহার করে না।
১৩। ছবির আশেপাশের কন্টেন্টের প্রতি সতর্ক হন। কীওয়ার্ড, ক্যাপশন এবং ফাইল নেমের সাথে মিল রেখে ছবির আশে পাশের কন্টেন্ট তৈরি করুন।
Training is an Investment
In the Future of your Business
Learn Digital Marketing from Moshiur Monty – https://goo.gl/UG3F3h
১৪। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন এসইও এর একটি অংশ। সুতরাং সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিকে নজর দিন।
১৫। ওয়েবসাইটে কাস্টমারের এক্টিভিটির সুযোগ রাখুন। যেমনঃ রিভিউ রেটিং, কমেন্ট, শেয়ারিং ফাংশন ইত্যাদি।
১৬। পেইজ র্যাঙ্ক নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন না কারণ এসইওতে পেইজ র্যাঙ্ক কাজে লাগে না।
১৭। আপনার নিশের ব্লগারদের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করুন। অন্যান্য ব্লগারদের সাথে সুসম্পর্ক আপনার ব্যাকলিঙ্ক তৈরিতে কাজে দিবে। আপনাকে এসইও সম্পর্কিত আপডেট বা নতুন নতুন মার্কেটিং কৌশল পেতে সাহায্য করবে।
১৮। ছবিতে ALT টেক্সট ব্যবহার করুন। ALT টেক্সতে অবশ্যই কীওয়ার্ড ব্যবহার করুন।
১৯। আর্টিকেল এর মধ্যে আর্টিকেল সম্পর্কিত ভিডিও যুক্ত করার চেষ্টা করুন ।
২০। প্রতিযোগীদের ব্যাকলিঙ্কের প্রতি লক্ষ্য রাখুন। তারা কোথায় কোথায় ব্যকলিঙ্ক তৈরি করছে, কি পরিমান ব্যাক লিঙ্ক তৈরি করছে তা সরর্দা জানার চেষ্টা করুন।
২১। সবচেয়ে অকার্যকর কনটেন্টটি ওয়েবসাইট বা ব্লগ থেকে ডিলিট করুন।
২২। সহজে যেন সোশ্যাল শেয়ার বাটন পাওয়া যায় তেমন ভাবে ব্লগে বা ওয়েবসাইটে সোশ্যাল শেয়ার বাটন সেট করুন।
২৩। ওয়েবসাইটে বেশি অ্যাড ব্যবহার করা থেকে বিরত থাকুন। বেশি অ্যাড ওয়েব পেজের লোডিং স্পীড কমিয়ে দেয় এবং ভিজিটরের বিরক্তির কারণ হয়ে দাড়ায়।
২৪। গুগল অ্যানালাইটিক ব্যবহার করুন এবং আন্যালাইটিক অনুযায়ী আপনার এসইওর জন্য স্ট্রেটেজী তৈরি করুন।
২৫। ওয়েবসাইট বা ব্লগে সাবস্ক্রাইব করার সুযোগ রাখুন। এটি আপনাকে ইমেইল মার্কেটিং করতে সাহায্য করবে।
Moshiur Monty
Digital Marketing Trainer, Bdjobs Training.
অনুপ্রেরণা যোগাতে আমার সাথেই থাকুন ~~ https://www.facebook.com/MoshiurMontyBD/
ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বাংলা আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ
Your email address will not be published. Required fields are marked *