Dhaka.
পিন্টারেস্ট এ ফলোয়ারস বৃদ্ধি করার টিপস
পিন্টারেস্ট ফলোয়ারস বৃদ্ধি করতে হলে ইন্টারেস্টিং ফটো পোস্ট করা আবশ্যক। যেহেতু পিন্টারেস্ট দৃশ্যমান কন্টেন্ট নির্ভর একটি সোশ্যাল মিডিয়া।
পিন্টারেস্ট এ ফলোয়ারস বৃদ্ধি করার ১০টি টিপসঃ
১. পিন্টারেস্টে আপনার নির্দিষ্ট বোর্ড প্রমোট করুনঃ
আমাদের দৈনন্দিন ব্যস্ত জীবনে অনেক সময় দেখা যায় পিন্টারেস্টে যে ফটোটি আমাদের ভাল লাগে সে ফটোটি পোস্টকারী ব্যক্তির সম্পূর্ণ প্রোফাইল দেখে আমরা সময় নষ্ট করতে চাই না। তাই অনেক ক্ষেত্রে দেখা যায়, পিন্টারেস্ট ব্যবহারকারীরা যে বিষয়ের প্রতি আগ্রহী তার সাথে সম্পর্কিত বোর্ড গুলোকে ফলো করে, বোর্ডটি প্রস্তুতকারী ব্যক্তিকে নয়। যার কারণে নির্দিষ্ট বোর্ডের প্রসার করাটা ফলোয়ারস লাভের ক্ষেত্রে কার্যকরী।
২. প্রতিযোগিতা চালু করাঃ
বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী। আর নানান ধরণের প্রতিযোগিতা পিন্টারেস্টের মাধ্যমে পরিচালনা করা খুবই সুবিধাজনক।
এছাড়াও পিন্টারেস্টে যারা আপনাকে ফলো করবে তাদের জন্য Rafflecopter.com এর সাহায্যে প্রতিযোগিতার মাধ্যমে গিভওয়ের ব্যবস্থা করা যেতে পারে। প্রতিযোগিতা যে ধরনেরই হোক না কেন এর মাধ্যমে আপনার একাউন্টের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে ফলোয়ারস বৃদ্ধি করতে পারবেন।
৩. যথাযথ কী-ওয়ার্ড ও বর্ণনামূলক টাইটেল ব্যবহারঃ
আপনার ব্রান্ডের সাথে সামঞ্জস্য রেখে বর্তমান প্রতিযোগিতা ও প্রাসঙ্গিক বিষয়বস্তুর উপর ভিত্তি করে আপনার কী ওয়ার্ডগুলো নির্ধারণ করে নিন। দীর্ঘ কী-ওয়ার্ড এবং প্রচলিত বিষয়বস্তু ইত্যাদিকে গুরুত্ব দিয়ে কী-ওয়ার্ড নির্বাচন করলে কী-ওয়ার্ডটি বেশি কার্যকরী হয়।
এছাড়াও আপনার প্রতিটি ইমেজে ডেসক্রিপশন লিখুন যাতে ব্যবহারকারী আপনার ইমেজের প্রতি আকর্ষিত হয়। সাধারণ প্রোডাক্ট পেইজগুলোর মত চিরাচরিত, একগুয়ে ডেসক্রিপশন না লিখে কিছু প্রাসঙ্গিক ও বৈচিত্রময় ডেসক্রিপশন লিখুন এবং সেখানে যেন কী-ওয়ার্ড থাকে।
৪. অন্যান্য পিনারদের ফলো করুনঃ
অন্যান্য পিনারদের ফলো করাটাও নিজের ফলোয়ার বৃদ্ধির অন্যতম উপায়। যেমনঃ আপনি যদি দৈনিক ৫-১০ জনকে ফলো করেন তাহলে তাদের মধ্যে কিছু সংখ্যক পিনার আপনাকেও ফলো করবে। খেয়াল রাখতে হবে, পিনাররা কি ধরণের ফটো পিন করে, আপনার ব্রান্ডের সাথে প্রাসঙ্গিক পিনারদের ফলো করুন।
৫. কমেন্ট, রি-পিন এবং টেগঃ
পিন্টারেস্টে পপুলার ইমেজে কমেন্ট করে ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে ফলোয়ার বাড়াতে পারেন। বিভিন্ন পপুলার সেকশন বা ইমেজে খুব সিম্পল কিছু কমেন্ট যেমনঃ “Great pin”, “Nice find” ইত্যাদি। তবে কমেন্ট করার পূর্বে ইমেজটি ভাল করে দেখে ও বুঝে নিন। বোঝানোর স্বার্থে ছোট কমেন্ট দেখিয়েছি, সবচেয়ে ভালো হয় আপনি যদি ১-২ লাইন এর মধ্যে ভালো কমেন্ট করতে পারেন।
ব্যবহারকারীদের এমনটা বুঝাতে হবে যে, তাদের ইমেজের বিষয়বস্তুর প্রতি আপনার আগ্রহ ও ধারনা আছে। শুধু শুধু আপনি তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন না। এতে করে পিনাররা আপনার সম্পর্কে কৌতুহলি হবে এবং আপনার একাউন্ট চেক করতে ও ফলো করতে আগ্রহী হবে।
তবে মনে রাখতে হবে যে, অতিরিক্ত কমেন্ট (ছোট কমেন্ট) করা পিন্টারেস্টে স্পামিং মনে হতে পারে। এবং আপনার একাউন্টটিকে সন্দেহজনক বলে ধারনা করা হতে পারে।
কমেন্ট ছাড়াও আপনার ব্রান্ডের সাথে মানানসই অন্যান্য পিনগুলো রি-পিন করতে পারেন। বিশেষ করে যখন আপনি কোন কোম্পানিকে প্রোমোট করার চেষ্টা করবেন তখন অন্যান্য ব্যবহারকারীদের সেখানে টেগ করুন। রি-পিন করার সময় আপনার লিখিত ডেসক্রিপশনে @username লিখে টেগ করুন। অন্যান্য কোম্পানি বা প্রফেশনালদের সাথে লিংকআপ তৈরি করে আপনার রিচ বাড়াতে পারবেন।
Training is an Investment
In the Future of your Business
Learn Digital Marketing from Moshiur Monty – https://moshiurmonty.com/DigitalMarketing
৬. Holidays / Special Occasions:
যদি আপনি আপনার একাউন্টের দ্রুত প্রসার আশা করেন তাহলে সামনে আগত ছুটির দিন বা বিশেষ দিনটি কাজে লাগাতে পারেন, যেমন- হ্যালয়েনের ভয়ংকর ডেকোরেশন, ক্রিসমাস অথবা ৪ই জুলাই, ভ্যালেন্টাইন এর চকলেট, নতুন বছর ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে বিশেষ বোর্ড তৈরি করে আপনার একাউন্টে পোস্ট করুন।
৭. আপনার ওয়েবসাইটে পিন্টারেস্ট ফলো বাটন যুক্ত করুনঃ
ফলোয়ারস লাভের আর একটি অন্যতম উপায় হছে আপনার ওয়েবসাইটে পিন্টারেস্ট ফলো বাটন যুক্ত করা। এটি ওয়েবসাইট এর ভিজিটরদের আপনার প্রিন্টারেস্ট একাউন্টে ভিজিট করার সুযোগ দান করে। এতে করে আপনার একাউন্টের ফলোয়ারস বৃদ্ধি পেতে পারে। হাই ট্রাফিক ওয়েবসাইট এক্ষেত্রে খুবই কার্যকরী।
এই বাটনটি আপনার ব্লগের খুবই গুরুত্বপূর্ণ স্থানে ইন্সটল করুন যেমন- ফুটার, সাইড বার ইত্যাদি। এটি ওয়েবসাইট ভিজিটরদের জন্য আপনার ব্রান্ড একাউন্টটি সহজেই পেতে সাহায্য করে এবং ভিজিটরদের ফলোয়ারে পরিনত করতে সাহায্য করে।
৮. অন্যান্য সোশাল মিডিয়া একাউন্টের সাথে লিংক আপ করুনঃ
আপনার প্রিন্টারেস্ট একাউন্টটি আপনার অন্যান্য সোশাল মিডিয়া একাউন্ট যেমনঃ ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদির সাথে লিংক আপ করলে সেখানে যেসব ফ্যান আছে তারা ফলোয়ারস এ পরিনত হবে।
৯. অরিজিনাল ফটো পোস্ট করাঃ
পিন্টারেস্টে ৮০% কন্টেন্ট রি-পিনের মাধ্যমে সৃষ্টি হয়। অর্থাৎ বাকি ২০% হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। আপনি অরিজিনাল কন্টেন্ট পোস্ট করে বোর্ড তৈরি করতে পারেন। এতে করে আপনার বোর্ড গুলো ইউনিক হবে।
Moshiur Monty
Digital Marketing Trainer, Bdjobs Training.
অনুপ্রেরণা যোগাতে আমার সাথেই থাকুন ~~ https://www.facebook.com/MoshiurMontyBD/
ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বাংলা আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ
Your email address will not be published. Required fields are marked *